আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদন

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হল চাঁদপাড়া বাণী বিদ্যা বীথি ৭৫ তম বর্ষপূর্তি উৎসব

নীরেশ ভৌমিক : গত ৫ জানুয়ারি সকালে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার শিক্ষা দরদী মানুষজনের এক বর্ণময় পদযাত্রার মধ্য দিয়ে সাড়ম্বরে শুরু হয় মহকুমা তথা জেলার ঐতিহ্যবাহী চাঁদপাড়া বাণী বিদ্যাবৃত্তি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৭৫ তম বর্ষপূর্তি উৎসব।

বর্ণাঢ্য শোভাযাত্রায় সুসজ্জিত ট্যাবলো, রণপা, মহিলা ঢাকীদের ঢাকবাদন ও আদিবাসী মহিলাদের নৃত্য এলাকাবাসীর নজর করে। পদযাত্রার পুরো ভাগে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পরিচালক সমিতির সদস্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা অনুরাগী মানুষজন সপ্তাহব্যাপী আয়োজিত

নানা অনুষ্ঠানের প্রথম দিনে বিদ্যালয়ে আসেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব শ্রী সুব্রত ঘোষ। বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি শান্তিপদ বিশ্বাস ও প্রধান শিক্ষক রবিউল ইসলাম সহ সকলেই শ্রী ঘোষকে স্বাগত জানান।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে রচিত থিম সং ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে সংসদ সচিব কে শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীগণকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়।

বিদ্যালয়ের কৃতি পড়ুয়া গণের হাতে মেধা পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন এবং মধ্যাহ্নে নবীন বরণ অনুষ্ঠিত হয়। অপরাহ্নে ছৌ নৃত্য শেষে পরিবেশিত হয় বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের সমবেত সংগীতানুষ্ঠান।

উৎসবের বিভিন্ন দিনে উল্লেখযোগ্য অনুষ্ঠান গুলির মধ্যে রয়েছে চাঁদপাড়ার কলরব সাংস্কৃতিক সংস্থার নতুন নাটক গোবিন্দ কুন্ড রচিত ও নির্দেশিত নাটক পটল কুমার। পূরবী মেঘ সংস্কৃতিক সংস্থার মনোগ্য নৃত্যের অনুষ্ঠান, শুভ্রাংশ চক্রবর্তীর ম্যাজিক শো।

চাঁদপাড়া একটো পরিবেশিত ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী নির্দেশিত এবং অভিনীত মঞ্চ সফল নাটক ছাঁচ ভাঙার গান। জেলা তথ্য-সংস্কৃতি বিভাগের শিল্পীদের বাউল সংগীতের অনুষ্ঠান।

ছাত্র-ছাত্রীদের গানের অনুষ্ঠান সারেগামাপা চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য ও ইন্ডিয়ান আইডল খ্যাত অনন্যা চক্রবর্তীর সংগীতানুষ্ঠান। ১২ই জানুয়ারি উৎসবের শেষ দিনে (যুব দিবস) রয়েছে স্বেচ্ছায় রক্তদান স্বাস্থ্য শিবির বিজ্ঞান মডেল প্রদর্শনী ও স্থানীয় বেঙ্গল ফাইন আর্টস কলেজের

শিক্ষার্থীদের চিত্রকলা প্রদর্শন এবং বিদ্যালয়ের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। প্রতিদিন অগণিত শিক্ষা ও সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব অঙ্গন মুখরিত হয়ে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *