বর্ধমান নৃত্য উৎসব, মাতালেন বাণীপুরের কর্মকার পরিবার
নীরেশ ভৌমিকঃ বর্ধমান সাংস্কৃতিক লোক উৎসব মঞ্চে গত ২২-২৬ সেপ্টেম্বর সাড়ম্বরে অনুষ্ঠিত হল বর্ধমান নৃত্য উৎসব। আয়োজিত নৃত্য উৎসবে বর্ধমান সহ সারা রাজ্যের বিভিন্ন জেলার নৃত্য শিল্পীগণ অংশগ্রহণ করেন।
অন্যতম কয়েকটি ভান্স-গ্রুপের মধ্যে উৎসবে অংশ গ্রহণ করেন হাবড়ার বাণীপুর সুন্দরম ডান্স ইনস্টিটিউট এর নৃত্য শিল্পীগণ। নৃত্য উৎসবে দুই সহস্রাধিক নৃত্য শিল্পী তাঁদের নৃত্যশৈলী প্রদর্শন করেন।
বিভিন্ন জেলার ডান্স গ্রুপের মধ্যে উত্তর ২৪ পরগণা জেলার বাণীপুর সুন্দরম এর বিশিষ্ট নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক সুজিত কর্মকার এবং তাঁর পরিবারের নৃত্য শিল্পীগণের নৃত্য শৈলী হলভর্তি দর্শক সাধারণের উচ্চসিত প্রশংসা লাভ করে।
যা দর্শকদের মূর্হু-মূর্হু করতালির আওয়াজেই প্রমাণ মেলে। বাণীপুর সুন্দরম ও কর্মকার পরিবারের সদস্য নৃত্যশিল্পী’গণের নান্দনিক উপস্থাপনা সমবেত দর্শকমণ্ডলীর মনের মনিকোঠায় স্থান করে নেয়। ১২তম ডান্স বাংলা ডান্স খ্যাত কর্মকার পরিবার বর্ধমান নৃত্য উৎসবে সমবেত দর্শকমণ্ডলীর মন জয় করে এক অনন্য নজির গড়ে।
২৬ সেপ্টেম্বর উৎসবের শেষ দিনের মঞ্চে কোন তারকা অভিনেতা বা কোন শিল্পী ছিলেন না। এদিন স্বনামধন্য ও পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী সুজিত কর্মকারের নির্দেশনায় পরিবেশিত নৃত্যানুষ্ঠান সমবেত দর্শকমণ্ডলীর মন জয় করে নেয়।
এদিনের নৃত্য উৎসবে হলভর্তি দর্শকগণের মধ্যে প্রায় সকলেই ছিলেন শিল্পী বা নৃত্য মোদী মানুষজন। সকলেই চান প্রতি বৎসরের এই নৃত্য উৎসবে বাণীপুর সুন্দরম ও কর্মকার পরিবারের নৃত্য শিল্পীদের নৃত্যানুষ্ঠান দেখা থেকে বঞ্চিত না হতে হয়।