রাজ্য

বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল বিএসএফের ৫৫০ কিলোমিটার ব্যাপী মৈত্রী সাইকেল র‌্যালি

পারফেক্ট টাইম রিপোর্টার ইয়াদ আলী মন্ডলের সাথে ক্যামেরায় আজিজুর রহমান মন্ডল : বাগদা, ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বিএসএফের পক্ষ থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে স্থল বন্দর পেট্রাপোল পর্যন্ত ৫৫০ কিলোমিটার সীমান্তবর্তী পথে এক সাইকেল র‌্যালির সমাপ্ত হল পেট্রাপোল সীমান্তের হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে।

গত ১২ই ডিসেম্বর উত্তরবঙ্গের শিলিগুড়ি এই সাইকেল র‌্যালি শুরু হয় এবং ১৯শে ডিসেম্বর পেট্রাপোল সীমান্তের হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে সাইকেল আরোহীদের সম্বর্ধনা জ্ঞাপন শেষে দেশাত্মবোধক গান, নাচ সহ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মৈত্রী সাইকেল র‌্যালির সমাপ্তি ঘটে। সাইকেল র‌্যালির সমাপ্তি অনুষ্ঠানে বিওপি হরিদাসপুরে বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন,

বিএসএফের ডিআইজি এস এস গুলেরিয়া ডিআইজি রাজেশ কুমার ডিআইজি এসএইচকিউ কলকাতা, এসএইচ.পারভীন কুমার কমডিটি, এসএইচ. তরণী কুমার টিউ কমডিটি এডিএম এসএইচকিউ কলকাতা, বিএসএফের ১৫৮ ব্যাটলিয়নের কমান্ডান্ট এসএইচ. তমোর, বিএসএফের ১৭৯ ব্যাটলিয়নের কমডিটি অরুণ কুমার। অতিথিদের অন্যতম বিএসএফের ডিআইজি এস এস গুলেরিয়া সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং তাদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দেন। 


বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তারা জানান, সাইকেল র‌্যালিটি একজন সহকারী কমান্ড্যান্ট শ্রী সন্তোষ কুমারের নেতৃত্বে ৫ জন মহিলা অন্নের ও ১২জন পুরুষ কনষ্টেবল মিলে মোট  মোট ১৮ জন বিএসএফ সদস্য অংশগ্রহণ করেন।

৫৫০ কিলোমিটার সীমান্তবর্তী পথ দিয়ে এই ঐতিহ্যবাহী মৈত্রী সাইকেল র‌্যালি চলা কালে তাদেরকে সম্মান জানাতে অগণিত সীমান্তবাসী পুষ্পবৃষ্টি করে, সম্বর্ধনা প্রদান করেন বিভিন্ন বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ান, সংশ্লিষ্ট ইনেস্পক্টর, ডিসি ও কমান্ডান্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *