ঠাকুরনগর চলন্তিকা শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বাংলা নববর্ষ বরণ
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, ১লা বৈশাখ ১৪৩০ ইংরেজি ১৫ই এপ্রিল ২০২৩ ঠাকুরনগর চলন্তিকা শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ” অবিনাশ-কাজল লতা কাঞ্জিলাল মঞ্চে ” সাড়ম্বরে পালিত হলো বাংলা নববর্ষ বরণ উৎসব। সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক ও সমাজকর্মী শ্রী গোবিন্দ দত্ত , প্রধান অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট নাট্য শিল্পী এবং প্রখ্যাত নাট্য
পরিচালক শ্রী সুভাষ চক্রবর্তী , বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশের শিক্ষক শ্রী পরিতোষ টিকাদার। স্বাগত ভাষণে চলন্তিকার সম্পাদক শ্রী সজল কুমার বাইন উপস্থিত সকলকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শ্রদ্ধা জানান। তিনি সাবলীল ভাষায় বাংলা নববর্ষ বরণের তাৎপর্য ব্যাখ্যা করেন ।
প্রসঙ্গত বলেন আজ থেকে ২২ বছর পূর্বে চলন্তিকার প্রবীণ ও প্রধান উপদেষ্টা প্রাক্তন শিক্ষক ও সমাজকর্মী শ্রী অনুপম দে মহাশয় চলন্তিকায় বর্ষবরণ উৎসব পালনের প্রস্তাব রাখেন ও কার্যকরী ভূমিকা গ্রহণ করেন । সেই থেকে প্রতিবছর ১লা বৈশাখ সারাদিনব্যাপী নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বর্ষবরণ উৎসব উদযাপন করে আসছি। তিনি আক্ষেপ করে বলেন আমরা বহু বাঙালি সারারাত জেগে, বাজি পুড়িয়ে , মাইক বাজিয়ে হৈ-হুল্লোড় করে ইংরেজি নববর্ষ উদযাপন করি।
কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই জানিনা বাংলা নববর্ষ কবে আসে কবে যায়। এমনকি বাংলা সালটাও বলতে পারিনা এটি অতি লজ্জার বিষয় । অথচ বাংলার মর্যাদা , বাংলার ঐতিহ্য রক্ষা করা প্রত্যেক বাঙালির একান্ত কর্তব্য। চলন্তিকার সহ-সম্পাদক শ্রী গৌড় বিশ্বাস উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান । তিনি সকলকে চলন্তিকার কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং বাংলা নববর্ষের সূচনার ইতিহাস তুলে ধরেন। প্রধান অতিথি শ্রী সুভাষ চক্রবর্তী চলন্তিকার সর্ব্বাঙ্গীন উন্নতি কামনা করেন।