গ্রামের খবর

বহির্ভুত সম্পর্কের জেরে খুন নাটাবেড়িয়ার কুজারবাগী এলাকায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে নাটাবেড়িয়া এলাকায় খুন হল এক ব্যাক্তি। জানা গেছে, অঘোর বিশ্বাস নামে এক ব্যাক্তি স্রেফ সন্দেহের বশে পড়শি রনজিত বালাকে ধারালো দাঁ-এর মাধ্যমে কুপিয়ে রক্তাক্ত জখম করে পরে তাকে বনগাঁ

হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এ ব্যাপারে বাগদা থানায় মামলা হয়েছে। পুলিশ আসামীকে গ্রেফতার করে খুনের মামলা রুজু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *