বাংলাদেশী সন্দেহে আটক চার বাগদায়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদার সীমান্তবর্তী এলাকায়, সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় টহলদারী বিএসএফদের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশী সন্দেহে সৌরভ হাজরা, মোঃ রুবেল,
মোঃ রিপন ও রীমা বেগম নামক ৪ ব্যাক্তিকে গ্রেফতার করে বাগদা থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ পুলিশ তাদের কে বনগাঁ মহকুমা আদালতে চালান করে বলে জানা গেছে।