বাংলার দূর্গাপুজোকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তি ইউনেস্কোর
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাংলার দূর্গাপুজোকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য আজ ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে উলুধ্বনি দিয়ে, শাঁখ বাজিয়ে,
পূষ্পবৃষ্টি করতে করতে ব্যানার সহযোগে পথে নামলো আজ বাগদার অসংখ্য সার্ব্বজনীন দূর্গোৎসব কমিটির সদস্য সদস্যারা।
ইউনেস্কোর হেরিটেজ স্বকৃতি প্রাপ্তির আনন্দে বাগদাতে আয়োজিত এই বর্নাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জন সমাগম ও উদ্যোক্তাদের ভূমিকা নজর কাড়ে এলাকার আবাল-বৃদ্ধ-বনিতাদের।