কৃষিরাজ্য

বাগদায় অনুষ্ঠিত হল ইফকোর কৃষক সভা

নীরেন ভৌমিক : দেশের বৃহত্তম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কোম্পানী (IFFCO) এর ব্যবস্থাপনায় বাগদা রুকের মুস্তাফাপুরে এক কৃষক সভা অনুষ্ঠিত।

১৬ জানুয়ারি এলেকার বিভিন্ন গ্রাম থেকে আগত জনা-পঞ্চাশেক কৃষকের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সমবেত কৃষকদের সামনে ইফকোর ফিল্ড ম্যানেজার তথা সার ও কৃষি বিশেষজ্ঞ মিঃ রীতেশ ঝাঁ

ইফকোর যুগান্তকারী আবিস্কার কৃষকদের বিশেষ উপকারী সার, ন্যানো ইউবিয়া ও ন্যানো ডিএপি (তরল) সারের ব্যাবহার পদ্ধতি ও তার গুনাগুন ব্যক্ত করেন এবং জমিতে এই সার ব্যবহারের আহ্বান জানান।

ইফকোর যুগান্তকারী আবিস্কার এ সকল সার ব্যবহারের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও প্রয়োগ পদ্ধতি ও তুলে ধরেন। সেই সঙ্গে ফসলে ইফকোর সাগরিকা, প্রাকৃতিক পটাশ ইত্যাদি সারের ব্যাবহার ও গুনাগুন নিয়েও বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ঠ সার ও কৃষি বিশেষজ্ঞ রীতশ জী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *