বাগদায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পন চিকিৎসক স্বামীর
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : দাম্পত্য কলহ একেবারে স্ত্রীকে পৌঁছে দিল মৃত্যুর দ্বারপ্রান্তে। ঘটনাটি ঘটেছে বাগদা ব্লকের হেলেঞ্চা এলাকায়। জানা গেছে, বছর দুয়েক আগে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডবঘটার বাসিন্দা অরিন্দম বালা বিয়ে করেন উত্তর ২৪ পরগনার নীলগঞ্জের বাসিন্দা রত্নতমা দেকে। তারা দু’জনেই পেশাগত ভাবে চিকিৎসক। অরিন্দম বালা কলকাতার এসএসকেএম হাসপাতালে এবং রত্নতমা দে হোমিওপ্যাথি চিকিৎসক। যতদুর যানা গেছে, বিয়ের পর থেকে তাদের মধ্যে ঠিকমত বনিবনা হচ্ছিল না।
অনুমেয়, সে কারনেই হয়তো ডাক্তার স্বামীর হাতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত খুন হতে হয়েছে স্ত্রী রত্নতমার। ঘটনার বিবরনে প্রকাশ, শনিবার রাতেই ডাঃ অরিন্দম বালা তাঁর স্ত্রী রত্নতমাকে নিয়ে বাড়ি মণ্ডবঘটায় ফেরে। রাতে পরিবারের লোকজনের সাথে খাওয়া-দাওয়া সেরে দোতলার ঘরে ঘুমাতে যায় তারা। রবিবার সকালে অরিন্দম দোতলা থেকে নেমে তার বাবা এবং ভাইয়ের কাছে জানায় সে তাঁর স্ত্রীকে খুন করেছে এবং স্বেচ্ছায় বাগদা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাগদা থানার ওসি। তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান এবং খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেন।