বাগদার আপামর জনসাধারণের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে শুভ উদ্বোধন হচ্ছে ড. বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ভবনের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদার আপামর জনসাধারণের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে ড. বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এক নতুন ভবনের উদ্বোধন হবে আগামীকাল সকালে। কলেজ সুত্রে জানা গেছে, বাগদা ব্লকে বসবাসকারী একটা বড় অংশের মানুষের দাবীকে মান্যতা দিয়ে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে উৎস্বর্গীকৃত ভবনটির শুভ উদ্বোধন করবেন বরেণ্য মতুয়া গবেষক ড.বিরাট বৈরাগ্য। এই মহতী অনুষ্ঠানের শুভক্ষনে উপস্থিত থেকে মূহুর্তটিকে স্মরনীয় করার জন্য কলেজের পক্ষ থেকে কলেজটির উন্নয়নাকাশের ধ্রুবতারা সর্ব্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ ড. চিত্তরঞ্জন দাশ।