রাজ্য

বাগদার ইতিহাসে রেকর্ড ২২কেজি ৮০০গ্রাম সোনা আটক করলো বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়ানের জওয়ানরা

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ইয়াদ আলী মন্ডলের সাথে ক্যামেরায় সুকান্ত দাস ও রুদ্র প্রসাদ অধিকারী : বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়ানের জওয়ানরা আজ নির্ভরযোগ্য সূত্রের সংবাদের ভিত্তিতে বাগদা ব্লকের রণঘাট সীমান্ত হয়ে বানেশ্বরপুরে যাবার পথে সন্দেহ জনক ভাবে একটি লাল রঙের গ্ল্যামার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর থেকে ২২কেজি ৮০০গ্রাম ওজনের ৫০ পিস সোনার বিস্কুট এবং ১৬ পিস সোনার বার,

৮০ হাজার টাকা মুল্যের ১টা অ্যাপেল মোবাইল ফোন সহ ৭০ হাজার টাকা মুল্যের ১টা হিরো গ্ল্যামার মোটরসাইকেল সহ ইন্দ্রজিৎ পাত্র নামের এক ব্যাক্তিকে আটক করে রণঘাট বিএসএফ হেড কোয়ার্টারের বিএসএফ জওয়ানরা।

জানা গেছে, জব্দকৃত এই সোনা চোরা পথে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিল। যা বাগদা ব্লকের ইতিহাসে এটাই ছিল বড় সোনার চালান।

এদিন উক্ত সময়ে রণঘাট বিএসএফ ক্যাম্পে ডিআইজি (জি) অমরীশ কুমার আর্য, ৬৮ নং ব্যাটলিয়ানের কমান্ডেন্ট বিপিন পান্ত্রী, বিএসএফের ডিসি, এসি সহ বিএসএফের একাধিক কর্তা ব্যাক্তি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *