বাগদার কাশিপুর সীমান্তে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশকে ঘিরে চাঞ্চল্য।
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : অজ্ঞাত পরিচয় এক লাশ পাওয়া গেল বাগদা ব্লকের রনঘাট গ্রাম পঞ্চায়েতের কাশিপুর জিরো পয়েন্টে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়ে বাগদা থানার ওসি উৎপল সাহা পুলিশ বাহিনী নিয়ে ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় দু’দেশের (বিএসএফ ও বিজিবি) এর উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ফ্লাগ মিটিং হয় বলেও জানা গেছে।
মৃতদেহের পাশে বেশ কয়েক হাজার বাংলাদেশী টাকা, একাধিক এনড্রোয়েড মোবাইল, পাওয়ার ব্যাংক, এক গোছা চাবি, ১টা টাই, মাক্স, পেন, চিরনী, একটা চিঠি, ব্যাগ ইত্যাদি পড়ে থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে জোর তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
বাংলাদেশী এক অন লাইন নিউজ পোর্টালের খবর সুত্রে জানা গেছে, মৃত ব্যক্তির ছোট ভাই বাংলাদেশের এবি ব্যাংকে কর্মরত সুবীর কংস বনিক স্বীকার করেছেন যে, মৃত প্রদিপ কংস বনিক তার বড় দাদা, সে ঢাকা তেজগাঁও এর র্যাংস্ মটরস্ এর ম্যানেজার এবং তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়।
অথচ মৃত ব্যক্তির পাশে পড়ে থাকা চিঠিতে যে প্রদীপ কংস বনিকের নামে যে পাসপোর্টের নং (পাসপোর্ট নং-R4887808) উল্লেখ আছে সেটা নাকি ইন্ডিয়ান পাসপোর্টের নং এমনটাই দাবী বিজিবি বলে উল্লেখ করা হয়েছে ওই নিউজ পোর্টালে। পোর্টালটির খবরে প্রকাশ সে কারনেই হয়তো তাঁরা মৃতদেহ ইন্ডিয়াতেই ময়না তদন্তের ব্যাবস্থা করেছে এমনটাই দাবি বাংলাদেশী অন লাইন নিউজ পোর্টালটির।
নিউজ পোর্টালটিতে আরো উল্লেখ করা হয়েছে, তারা উক্ত র্যাংস্ মটরস্এ ফোন করলে ওই অফিসের কর্মকর্তা লিটন স্বীকার করেছেন যে মৃত প্রদিপ কংস বনিক তাদের র্যাংস্ মটরস্এরই ম্যনেজার।