বাগদার জামা কাপড়ের হাটে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়লো চোর
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ওমর ফারুকের সাথে দীপ্যমান সাহা : বাগদা, বাগদার জামা কাপড়ের হাটে ঢুকে বিভিন্ন দোকান থেকে হাত সাফাইয়ের মাধ্যমে দামী শাড়ি, টি-শার্ট ও শর্ট প্যান্ট চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়লো এক দাগী চোর। পালিয়ে গেল চোরের সাগরেদ সুমিত হালদার। জানা গেছে ধৃত চোরের নাম শামিম মন্ডল।
তার পিতার নাম মোশারফ মন্ডল এবং বাড়ি বাগদার মধুপুর গ্রামে। আর সাগরেদ সুমিতের বাড়ি বসিরহাটে। শামিম জানায়, সুমিত তার বন্ধু সে তার বাড়ি বাগদার মধুপুরে বেড়াতে এসেছিল। জিজ্ঞাসাবাদে শামিম জানায়, বিভিন্ন রকম চুরিচামারি করেই তারা এভাবে নেশার খরচ জোগাড় করে থাকে। এই ঘটনার দিন তিনেক আগে শামিম এক চুরি মামলায় জামিনে মুক্তি পেয়েছে।