বাগদার পূর্ব ব্লক তৃনমুলের মাইনরিটি সেলের উদ্যোগে কম্বল বিতরণ হরিহরপুরে।
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা পূর্ব ব্লক তৃনমুল কংগ্রেসের মাইনরিটি সেলের উদ্যোগে আজ রণঘাট গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর গ্রামে দুঃস্থ ও গরীব মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সংখ্যালঘু সেলের পূর্ব ব্লক সভাপতি ইব্রাহিম মন্ডলের উদ্যোগে পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের অনুপ্রেরণায় মাইনরিটি সেলের রনঘাট অঞ্চল সভাপতি নাসির বিশ্বাসের ব্যাবস্থাপনায় ২৫০ জন দুঃস্থ ও গরীব মানুষের মধ্যে কম্বলগুলি বিতরণ করা হয়।
এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহঃসভাপতি তরুন ঘোষ, সংখ্যালঘু সেলের পূর্ব ব্লক সভাপতি ইব্রাহিম মন্ডল, রনঘাট অঞ্চল সভাপতি নাসির বিশ্বাস, বাগদা পূর্ব ব্লক তৃনমুলের কার্যকরী সভাপতি ভীম ভদ্রো,ছাত্রনেতা পলাশ বল্লব, প্রকাশ দাস, তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল হাই, পঞ্চায়েত সমিতির সদস্যা প্রতিমা রায়, অরুপ পাল, মহিলা নেত্রী মাধুরী সরকার, সুপর্না বিশ্বাস, শাহাদৎ মন্ডল, সাহাজুল মন্ডল, আনারুল দফাদার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, বনগাঁর বিধায়ক থাকা কালীন সময়ে তিনি বনগাঁকে যেভাবে উন্নয়নের চাদরে মুড়িয়েছেন ঠিক সেভাবেই তিনি বাগদা বিধানসভার সমগ্র এলাকা মুখ্যমন্ত্রীর মমতা আশীর্বাদে উন্নয়নের চাদরে মুড়িয়ে দেবেন। নিরাপত্তার স্বার্থে থাকবে অসংখ্য সিসি ক্যামেরা থাকবে সোলার লাইট। এছাড়াও বিভিন্ন এলাকার মানুষের মৌলিক দাবী মেটাতে সর্ব্বদা পাশে থাকবেন এমনটাই জানান তিনি।