রাজনৈতিক দলের খবর।

বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের দাবীর ভিত্তিতে মূখ্যমন্ত্রীর নির্দেশে চালু হল বাগদা ধর্মতলা সরকারী বাস পরিষেবা।

পারফেক্ট টাইম রিপোর্টার ইয়াদ আলী মন্ডল : আজ বাগদাবাসীর দীর্ঘদিনের এক মৌলিক চাওয়া সুসম্পন্ন করলেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের দাবীর ভিত্তিতে বাগদা থেকে ধর্মতলা পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালুকরার সুযোগ করে দিলেন, ইতিপূর্বেও এটা চালু হয়েছিল কিন্তু মহামারী করোনার কারনে লকডাউনে তা বন্ধ ছিল।

আজ সকালে এই সরকারী বাস শুভ উদ্বোধন কালে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের সাথে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, সহঃসভাপতি তরুন ঘোষ, বাগদা থানার ওসি উৎপল সাহা, আরটিও মেম্বার প্রিয়াংশু পান্ডে, সমীর চন্দ্র হালদার, সুবোধ বিশ্বাস, মনোরঞ্জন বিশ্বাস, মাইনরিটি সেলের সভাপতি ইব্রাহিম মন্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা রায়, ভানুমতি বালা, মাধুরী সরকার, নিউটন বালা, ভীম ভদ্র, কমল অধিকারী, শংকর অধিকারী, সুকান্ত কীর্ত্তনীয়া, অমৃত ঘোষ প্রমুখ।

বিধায়ক বিশ্বজিৎ বাবু তার স্বাগত বক্তব্য প্রদান কালে বলেন, তিনি বাগদাতে প্রচুর উন্নয়ন মূলক কাজ করবেন যা বনগাঁকেও ছাপিয়ে যাবে। তিনি নিরাপত্তা ব্যবস্থা যোরদার করার জন্য আগামী এক মাসের মধ্যে বাগদাকে অসংখ্য সিসি ক্যামেরায় মুড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ ব্যপারে তিনি বাগদা থানার ওসি উৎপল সাহা কে দ্রুত কত গুলো সিসি ক্যামেরা লাগবে জানাতে বলেন। তিনি এলাকার মানুষের চাহিদা অনুযায়ী বাস, অটোরিকশা ও টোটো পরিসেবা বাড়াতে রুট পারমিট সহজীকরন করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ব্যপারেও তিনি বিশেষ কোন ব্যক্তির অংগুলি হেলান ছাড়াই তাদের জীবন জীবিকা তাগিদে আজীবন রুট পারমিট করে দেবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *