অন্যান্য।জেলার খবর

বাগদার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ৭৮তম স্বাধীনতা দিবস

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ ১৫ অগস্ট ২০২৪। ১৫ অগস্ট দিনটি ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের দু’শো বছরের পরাধীনতার অন্ধকারের বন্ধন ছিন্ন করে স্বাধীনতার স্বাদ পেয়েছিল ভারতবাসী। স্বাধীনতার স্বাদ পেতে উৎসর্গ করতে হয়েছিল অনেক প্রান।

বহু বীরের আত্মবলিদান সহ অনেক ত্যাগ, অনেক অত্যাচার সহ্য করে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায় ভারতবর্ষ। ভারতবাসীদের মুক্ত করতে আত্মবলিদান দিয়েছে বহু বীর। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহাত্মা গান্ধি, নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভগৎ সিং, জহরলাল নেহরু, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক প্রমুখ। দেশবাসীর জন্য স্বাধীনতা এনে দেওয়ার পিছনে এঁদের অবদান অনস্বীকার্য। তাইতো ওই সকল মহান বীরদের সম্মান জানানোর দিন আজ।

প্রতি বছরের মত এবারও বাগদার সরকারী অফিস, বিভিন্ন রাজনৈতিক দল, ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, স্কুল, কলেজ, পাড়ায় পাড়ায় জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি নাচ, গান, বক্তৃতা সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনটি।

বাগদা ব্লকের বিভিন্ন এলাকায় ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবসের এই দিন যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হবার খবর পাওয়া গেছে।

বাকসা আশরাফুল উলুম মাদ্রাসা : এখানে স্বাধীনতা সংগ্রামীদের বিনম্র শ্রদ্ধা ও যথাযথ সম্মান জানিয়ে পতাকা উত্তোলন করেন, বাগদার নব-নির্বাচিত বিধায়িকা মধুপর্না ঠাকুর, সঙ্গে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, জেলা পরিষদের সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা’গন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান,

উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য সদস্যা’গন, জাতীয় কংগ্রেসের ব্লক নেতৃত্বগন সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকগন ও মুসল্লীগন। এখানে স্বাধীনতা দিবসের আলোচনা পর্ব শেষে বাগদা গ্রামীণ হাসপাতালের রোগীদের মাঝে ফল বিতরন করা হয়।

বাগদা ছাত্র সংঘ : সকালে বিশিষ্ট গ্রামবাসীবৃন্দ সহ অসংখ্য ক্লাব সদস্য’গণের উপস্থিতিতে ছাত্র সংঘ ক্লাব নেতৃত্ব যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন কালে জাতীয় পতাকা উত্তোলন করেন ও উপস্থিত সুধীজনের মাঝে চকলেট বিতরণ করেন। 

ঐক্য সন্মিলনী ক্লাব : এখানেও ক্লাব নেতৃত্ব যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন কালে জাতীয় পতাকা উত্তোলন করেন ও উপস্থিত সুধীজনের মাঝে চকলেট বিতরণ করেন। 

বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের করন : এখানেও যথাযোগ্য মর্যাদার সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জয়েন্ট বিডিও সাহেব। সেই সাথে দেশের বরেন্য ব্যক্তিবর্গের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন বিডিও ষ্টাফগন। আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে চকলেট বিতরণ করা হয় বলে জানা গেছে। 

বাগদা গ্রাম পঞ্চায়েত : এখানেও যথাযোগ্য মর্যাদার সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সদস্য সদস্যা’গন। আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে চকলেট বিতরণ করা হয় বলে জানা গেছে। 

বাগদার প্রাক্তন বিজেপি সদস্য গোষ্ঠী : আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে রীতিমত ব্রাক্ষণ দিয়ে ভারত মাতার মূর্তি পূজা করে উপস্থিত ব্যক্তিবর্গ ও স্বতীর্থদের মধ্যে খিচুড়ী প্রসাদ বিতরন করেন বাগদা ১নং মন্ডলের প্রাক্তন সভাপতি সূজয় বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দেবর্ষি বিশ্বাস, শীতল হালদার, মানিক ঘোষ প্রমুখ।

এ ব্যাপারে প্রাক্তন মন্ডল সভাপতি সূজয় বিশ্বাস বলেন, বাগদা ব্লকে এই প্রথম যে এভাবে ভারত মাতার পুজো করা হল। স্বাধীনতার আগে এভাবেই ভারত মাতার পুজো করা হত। বর্তমানে দেশের অখন্ডতা রক্ষার্থে ১৫ই আগষ্ট প্রত্যেক জায়গাতেই এভাবেই ভারত মাতার পুজো করা উচিত। 

বাগদা তরুন সংঘ : এখানেও জাতীয় সঙ্গীত চলা কালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে সংক্ষিপ্ত বক্তব্য  প্রদানের পর উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে চকলেট বিতরণ করা হয়।  

বাগদা অটো ইউনিয়ন : ইউনিয়ন নেতৃত্ব ভারতবাসীকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করতে আত্মবলিদান দেওয়া বীরদের সন্মান জানাতে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

পরে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে বিতরন করা হয় চকলেট।

দুলাল চন্দ্র বর (প্রাক্তন বিধায়ক) : ৭৮তম স্বাধীনতা দিবস একটু অন্যভাবে পালন করলেন তিনি। স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন শেষে ঋষি অরবিন্দের ১৫৩ তম জন্মদিন পালন করে সারাদিন ১৭০ টি উন্নত জাতের আমের চারা রাস্তার পাশে ও বিভিন্ন ক্লাব প্রাঙ্গণে রোপন করলেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *