বাগদা গ্রামীন হাসপাতালে শুভ উদ্বোধন হল ‘বাগদা ব্লক পাবলিক হেল্থ ইউনিটের’ কাজ
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় উৎস সাহা : উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অর্থায়নে আজ বাগদা গ্রামীন হাসপাতালে শুভ উদ্বোধন হল বাগদা ব্লক পাবলিক হেল্থ ইউনিটের। জানা গেছে উন্নয়নের প্রতীক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরনায় জেলা পরিষদের সদস্য বাবু পরিতোষ কুমার সাহার মাধ্যমে জেলা পরিষদের ৫১ লক্ষ টাকা ব্যায়ে আজ থেকে শুরু হল এই প্রকল্প বাস্তবায়নের কাজ।
আজ সকালে উঃ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তথা তৃনমুল কংগ্রেসের ব্লক নেতৃত্ব বাবু পরিতোষ কুমার সাহা বাগদা হাসপাতালের বিএমওএইস ডাঃ প্রনব কুমার মল্লিক, স্বাস্থ্য কর্মী আশার ব্লক প্রোগ্রাম কো-অডিনেটর পুতুল বিশ্বাস সাহা(BPC), স্বাস্থ্য কর্মাধক্ষ্য শুক্লা মন্ডল, বাগদা গ্রাম পঞ্চায়ের প্রধান অঞ্জলী রায়,
বয়রা গ্রাম পঞ্চায়ের প্রধান অসিত মন্ডল, আষাঢ়ু গ্রাম পঞ্চায়ের প্রধান সরস্বতী মুন্ডা, রণঘাট গ্রাম পঞ্চায়ের প্রধান গনেষ রায়, তৃনমুল কংগ্রেসের ব্লক নেতৃত্ত্ব শিক্ষক অঘোর চন্দ্র হালদার সহ স্থানীয় তৃনমুল কংগ্রেসের নেতা কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এই ‘ব্লক পাবলিক হেল্থ ইউনিটের’ শুভ উদ্বোধন করেন।