বাগদা গ্রাম পঞ্চায়েতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান ১৫টি পরিবারের
পারফেক্ট টাইম রিপোর্টার গৌরব কর্মকার : বাগদা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে গত ১৩ই ডিসেম্বর বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বাগদা গ্রাম পঞ্চায়েতের ৮২ নং বুথের ১৫ টি পরিবার।
তারা সকলে বাগদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত সর্দারের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা গ্রহন করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের সদস্য পদ লাভ করেন। ওই যোগদান অনুষ্ঠানে অঞ্চল সভাপতি সঞ্জিত সর্দারের সাথে তৃনমল কংগ্রেসের অন্যান্য নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিষ্ণু পদ বিশ্বাস, রাজেন দাস প্রমুখ।