বাগদা পল্লী উন্নয়ন তরুণ সংঘের ৭ম বর্ষীয় কালী পুজোর থিম “পায়ে পায়ে আন্দামান”।
পারফেক্ট টাইম রিপোর্টার ওমর ফারুক : বাগদা, প্রতি বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেস নেতা পরিতোষ কুমার সাহার উদ্যোগে বাগদা পল্লী উন্নয়ন তরুণ সংঘের পরিচালনায় ৭ম বর্ষের কালী পুজো অনুষ্ঠিত হল তরুণ সংঘ ক্লাব প্রাঙ্গণে।
তৃনমুল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলা সভানেত্রী আলো রানী সরকার, জেলার পদস্থ পুলিশ কর্মকর্তা, ব্লক কর্মকর্তা সহ স্থানীয় রাজনৈতিক নেত্রবৃন্দের উপস্থিতিতে গত কাল সন্ধ্যায় শুভ উদ্বোধন হল মহাসমারোহে।
তরুণ সংঘের এবারের থিম “পায়ে পায়ে আন্দামান”। পাতকাঠি, হোগলাপাতা, নারকেলের মালা দিয়ে নিপুন হাতে সাজানো প্যান্ডেল নজর কড়েছে এলাকার মানুষের।