রাজনৈতিক দলের খবর।

বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিজয়া সন্মেলনী ও প্রাক দীপাবলির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার ইউ সাহার সাথে ক্যামেরায় গৌরব কর্মকার : বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাগদা হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিজয়া সন্মেলনী ও প্রাক দীপাবলির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।

সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও  সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে  এক বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে  আজ অনুষ্ঠিত হল এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান।

বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহার নেতৃত্বে বাগদা হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিজয়া সন্মেলনী ও প্রাক দীপাবলির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের পূণ্য সায়াহ্নে উল্লেখযোগ্য নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী ইলা বাগচী, নিরুপম রায়, নারায়ন ঘোষ, গোপা রায়, তরুন ঘোষ, পরিতোষ কুমার সাহা, অঘোর হালদার, প্রতিমা রায়, প্রতিমা বিশ্বাস, অরুপ পাল, কৃষ্ণপদ দাস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *