বাগদা বিধানসভার আসন্ন উপ-নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে নিরলস প্রচেষ্টা উর্ধ্বতন নেতৃত্বের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা বিধানসভার উপ-নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাতে পাখির চোখ করেছেন দলেরই উর্ধ্বতন নেতৃত্ব। সদ্য সমাপ্ত লোক সভা নির্বাচনে হারের পর বাগদা বিধানসভা পুনরুদ্ধারে বাগদা বিধানসভার ১২টি পঞ্চায়েতে পৃথক পৃথক ভাবে ‘হেভিওয়েট’দেরকে বিশেষ দায়িত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
উক্ত উপনির্বাচনে জিততে এবার দলের রণকৌশল ঠিকমত বাস্তবায়িত করার দ্বায়িত্ব অর্পিত হয়েছে ‘হেভিওয়েট’ নেতৃত্ব উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দমকলমন্ত্রী সুজিত বসু, বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সহ মতুয়া মহাসঙ্ঘের মমতা ঠাকুর প্রমূখকে।
এসকল হেভিওয়েটরা বাগদার তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে বিপুল ভোটে জেতাতে তাঁদের পুরনো রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাবে বলে জানা গেছে। রণকৌশলের অংশ হিসাবে বাগদা বিধানসভার ২৯৯টা বুথে অতি-সক্রিতার সাথে একের পর এক দলীয় বৈঠক চলছে।
উক্ত বৈঠক থেকে সাধারণ মানুষের বিভিন্ন প্রকার সমস্যা, অভাব অভিযোগ ইত্যাদির শুনছেন এবং তা সাধ্যমত সমাধান করার ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে বিগত ২০১৯ সাল থেকে বনগাঁ লোকসভা সহ বনগাঁ ও বাগদার বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি অব্যাহত রয়েছে।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস বাগদাতে বিজেপি প্রার্থী থেকে ২০, ৬১৪ ভোট কম পেয়েছে। বাগদা বিধান সভার অধীন ১২টি পঞ্চায়েতের মধ্যে মাত্র ৩টি পঞ্চায়েত যেমন আষাঢ়ু, বয়রা ও মালিপোতা থেকে কিছু ‘লিড’ পেয়েছে দল। এরই অংশ হিসেবে আজ বাগদার ৭৬নং ও ৭২নং পার্টের বুথ কমিটির মিটিং-এ এসেছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী।
বিগত নির্বাচনে হেরে যাওয়া বুথে বক্তব্য দান কালে উপস্থিত কর্মীদের তৃনমুল কংগ্রেসের কর্মীদেরকে আশ্বস্ত করতে বলেন, যদি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখাতে চান, তাহলে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে ভোট দেওয়ার কোন বিকল্প নেই। এলাকার উন্নয়নের স্বার্থে উপস্থিত তৃনমুল কংগ্রেসের কর্মী-সমর্থকরা আন্তরিক ভাবেই সহমত প্রকাশ করেন।
ওই সময় উপস্থিত কয়েকজন বিজেপি নেতা-কর্মী মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের আদর্শে অনুপ্রানিত হয়ে নারায়ণ বাবুর হাত থেকে দলীয় পতাকা গ্রহনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উপস্থিত পঞ্চায়েত সদস্যা গন ও কর্মীদের দাবী অনুযায়ী এলাকার অসংখ্য উন্নয়ন মূলক কর্মকাণ্ডের লিষ্টও তৈরী করা হয়। যা দ্রুত বাস্তবায়িত হবে বলেও জানা যায়।