বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের এক দিনের ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট
উত্তম সাহা : বাগদা, বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের উদ্যোগে বাগদা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল এক দিনের ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট। এই টুর্ণামেন্টে বাগদা ব্লকের ৯টা অঞ্চল থেকে মোট ৮টা দল অংশ নেয়।
অনুষ্ঠানটিতে তৃনমুল কংগ্রেসের জেলা ও আঞ্চলিক নেতৃত্বগন উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট বিজয়ী হয় বাগদা এস টি একাদশ। রানার্স আপ হয় রামনগর ভাগ্নে একাদশ।