রাজ্য

বাগদা ব্লকের ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠ পরীক্ষার শেষ দিনে নজির গড়ল এবং নজর কাড়ল।

অনুপ কুমার বিশ্বাস: আজ ১০ই ফেব্রুয়ারি….. এরকম শেষ হল মাধ্যমিকের অন্যতম এ মূল পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ পূর্বে ১০ মিনিটের সংক্ষিপ্ত সম্বর্ধনা অনুষ্ঠান মন জয় করল সকলের। পুলিশ প্রশাসন, অতিথি ইনভিজিলেটর, অতিরিক্ত ভেন্যু সুপারভাইজার, অফিসার-ইন-চার্জ এবং পরীক্ষা শেষে মধ্যাহ্নকালীন আহার রন্ধনকারী সকলেই পেলেন ফুলেল সংবর্ধনা।

প্রবেশের সময় সকল পরীক্ষার্থীর (২৯৪ জন) হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে কলম তুলে দেওয়া হয়।অফিসার ইনচার্জ শ্রীমতী সায়নী ভট্টাচার্য নিজহাতে পরীক্ষার্থীদের হাতে কলম তুলে দেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে এই উদ্যোগকে তিনি অভিনব আখ্যা দিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। এই পরিকল্পনার বাস্তব রূপদান করেন সেন্টার সেক্রেটারি তথা ভবানীপুর পল্লীমঙ্গল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্রী বাসুদেব চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *