বাগদা ব্লকে এস.এন.আই.ডি. কর্মসূচির উদ্বোধন ও তদারকি
পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : আজ বাগদা ব্লকে অনুষ্ঠিত হলো SNID (Sub-National Immunization Day) কর্মসূচির শুভ উদ্বোধন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদা ব্লকের বিডিও, বিএমওএইচ, সভাপতি, জেলা পরিষদ সদস্যবৃন্দ, কর্মাধ্যক্ষবৃন্দ, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানসহ অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

উদ্বোধনের পর তারা ব্লকের বিভিন্ন সাব-সেন্টারে গিয়ে টিকাকরণ কার্যক্রমের মনিটরিং ও সার্ভেইল্যান্স করেন। শিশুর টিকাকরণ কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনাও করেন তারা।

বিএমওএইচ জানান, এস.এন.আই.ডি. কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশুদের পোলিওসহ অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে ১০০% টিকাকরণ নিশ্চিত করা।

স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকা ও জনগণের সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন কর্মকর্তারা।









