খেলার খবর।জেলার খবর

বাগদা শিব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল আট দলীয় নক-আউট ফুটবল টুর্ণামেন্ট

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদা শিব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে বাগদা ছাত্র সংঘ ক্লাব মাঠে আজ অনুষ্ঠিত হল ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট। উক্ত টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  বাগদা পূর্ব ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগদার পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার।

এ ছাড়াও বিশিষ্ট অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-প্রধান সুনিল পাল, শিক্ষক নেতা শ্যামল সর্দার, পঞ্চায়েত সদস্যা স্মৃতিকণা রায়, তৃনমুল কংগ্রেস নেতা রাজা রামমোহন সর্দার, বিশ্বজিৎ বিশ্বাস, শুভেন্দু মন্ডল, কৃষ্ণপদ সর্দার, সমাজ সেবক শংকর অধিকারী, মিত্তুন হালদার, সাংবাদিক উত্তম কুমার সাহা প্রমূখ।

অংশ গ্রহনকারী আটটা শক্তিশালী ফুটবল টিম যথাক্রমে, বাগদা মিলন সংঘ, চাকদা এস টি সংঘ, চাঁদপুর আমরা সবাই, বাগদা এস টি সংঘ, রোহন একাদশ ফ্যান ক্লাব, শান্তিপুর ভোলেবাবা ক্লাব, কলমবাগান গাইনপুর একাদশ ও ডিহলদহ আদিবাসী

সংঘের কড়া প্রতিদ্বন্দিতায় সেমিফাইনালে উঠা দুটি টিম যথাক্রমে বাগদা মিলন সংঘ ও কলমবাগান গাইনপুর একাদশের হাড্ডা হাড্ডি লড়াইয়ে কলমবাগান গাইনপুর একাদশকে পরাস্থ করে বাগদা মিলন সংঘ বিজয়ের শিরোপা ছিনিয়ে নেয়।

বিজিতদের মধ্যে রানার্স আপ ট্রফি সহ নগদ ১৮০০.০০ তুলে দেন বাগদার গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সুনিল পাল এবং বিজয়ের শিরোপা সহ নগদ ২২০০.০০ টাকা তুলে দেন বাগদা পূর্ব ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা। পুরস্কৃত করা হয় ম্যান অফ দ্যা ম্যাচ, সিরিজ ও সেরা গোল কিপারকেও।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কার্তিক চক্রবর্তী ও বিষ্ণু বিশ্বাস। মূর্হুর মূর্হু করোতালি আর অগনিত দর্শকদের আবেগের জোয়ারে ভাষা এই মনোজ্ঞ এই টুর্ণামেন্টটি আয়োজনের নেপথ্যে ভূমিকায় ছিলেন, সমাজ সেবক মহিতোষ সর্দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *