বাগদার জিৎপুর সীমান্ত থেকে গ্রেফতার গন ধর্ষনে অভিযুক্ত দুই বিএসএফ
পারফেক্ট টাইম ওয়েব ডেক্স : বাগদা ব্লকের জিৎপুর সীমান্তে রাতে ডিউটি চলা কালে বিএসএফের ৬৮ ব্যাটলিয়নের জওয়ান আলতাফ হোসেন ও এ এস আই এস পি চেরো রাত ১০টা ৩০মিনিট থেকে ১১টার সময়ের মধ্যে বারাসাতের বাসিন্দা ২২ বছর বয়সী এক মহিলা তার দুবছর বয়সী এক সন্তান সহ চোরাই পথে জিৎপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথক্ষীরা জেলায় বসবাসরত তার স্বামীর কাছে যাবার চেষ্টা কালে ভারতীয় ভুখন্ডেই সে বিএসএফ জওয়ানদের হাতে গ্রেফতার হয়।
পরে তাকে ক্যাম্পে নিয়ে আসার পথে এক ক্ষেতের মধ্যে তাকে গন ধর্ষন করা হয় বলে বাগদা থানায় অভিযোগ করেন ওই ধর্ষিতা। তার অভিযোগ ধর্ষন কালে তার দু’বছরের সন্তানটিকে দুরে ছুঁড়ে ফেলে দিয়ে তাকে অমানবিক ভাবে পাশবিক নির্যাতন করে বিএসএফ জওয়ানরা। ধর্ষিতার অবস্থা আশংকাজনক সে হাসপাতালে চিকিৎসাধীন।
ধর্ষিতার অভিযযোগের ভিত্তিতে বাগদা থানার পুলিশ আসামী দুই বিএসএফ জওয়ান আলতাফ হোসেন ও এ এস আই এস পি চেরোকে গ্রেফতার করেছে। তবে রাতের এই গনধর্ষনে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।