বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা মূলক সেমিনার ২০২৩ অনুষ্ঠিত সত্যানন্দ বিদ্যা নিকেতনের সভা কক্ষে

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে দীপ্যমান সাহার রিপোর্ট : বাগদা, আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাগদার ঐতিহ্যবাহী ইংরেজি মাধ্যম শিশু শিক্ষা কেন্দ্র, “সত্যানন্দ বিদ্যা নিকেতনের সভা কক্ষে সরকার অনুমোদিত বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা মৃলক হোমিওপ্যাথিক সেমিনার হল বেশ সাড়ম্বরেই।

বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের রীতি মেনেই ফোরামের নিজস্ব লোগো সমৃদ্ধ ফোরামের পতাকা উত্তলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন, উক্ত ফোরামের সভাপতি বাগদার অন্যতম হোমিওপ্যাথিক চিকিৎসক উত্তম কুমার সাহা।

এর পর উক্ত ফোরামের সভাপতি উত্তম বাবুর সভাপতিত্ত্বে শুরু হয় মুল পর্ব অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক শিক্ষা মৃলক হোমিওপ্যাথিক সেমিনার – ২০২৩। সেমিনারে আগত সন্মানিত অতিথিবৃন্দের ফুলের তোড়া, ব্যাচ, উত্তরীয় ও মোমেন্টো প্রদানের মাধ্যমে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দের

স্মারক সম্মানে বরন করে নেন উক্ত ফোরামের সেক্রেটারী হোমিওপ্যাথিক চিকিৎসক বনমালী মন্ডল, নিমাই বিশ্বাস, শুশিল বিশ্বাস, বাসুদেব বিশ্বাস, সৌরজিৎ দাস, মিতা বিশ্বাস প্রমুখ হোমিও চিকিৎসকরা।

মঙ্গলদীপ প্রজ্জ্বলন ও হোমিওপ্যাথির জনক মহত্যা স্যামুয়েল হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করে মুল পর্বের অনুষ্ঠান শুরু করেন, বনগাঁর অন্যতম বরেন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ বাদল চন্দ্র ঘোষ B.H.M.S (Kol)।

এছাড়াও সেমিনারে বক্তা হিসাবে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেন, ডাঃ শংকর পাল B.H.M.S (Kol), MD (N. Dskhi), ডাঃ নিখিল অধিকারী B.H.M.S (Kol), ডাঃ নিশিথ বিশ্বাস B.H.M.S (W.B.U.H.S) বিশিষ্ট দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ অলোক দাস B.D S, M.D.S (Kol),

ডাঃ মিহির কান্তি বিশ্বাস B.H.M.S, MD (N.I.H মেটেরিয়া মেডিকা), Prof.HOD (মহেশ ভট্টচার্য্য কলেজ এন্ড হসপিটাল) প্রমূখ ডাক্তার বাবুগন। পশ্চিমবঙ্গের বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক প্রফেসর ডাঃ মিহির কান্তি বিশ্বাস বক্তব্য দান কালে প্রজেক্টরের মাধ্যমে রোগ ও

রোগীর স্বচিত্র প্রদর্শনী সেমিনারে উপস্থিত ডাক্তার বাবুদেরকে বেশ আকৃষ্ট করে। সভাপতির বক্তব্য প্রদান কলে বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের সভাপতি উত্তম বাবু বলেন, প্রতি বছর এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনি আমরা।

আমাদের শত কর্ম-ব্যস্ততার মাঝেও বছরের এই একটা দিন অন্ততঃ “বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরাম” নামক ছাতার নিচে মিলিত হই একটু মানসিক প্রশান্তি লাভের প্রত্যাশায়। প্রতি বছরে মত ২০২৩ এর বিজ্ঞান ভিত্তিক শিক্ষা মূলক বার্ষিক হোমিওপ্যাথিক সেমিনার সর্ব্বাঙ্গীন সফল হয়েছে বরেন্য ডাক্তার বাবুগনের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনে।

তার সাথে আমাদের সেমিনারের প্রান শুধু বাগদা ব্লকের ডাক্তার বাবুরাই নয়, আমাদের আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত সন্মানীয় ডাক্তার বাবুগন, ডাক্তার ম্যাডামগন, বাগদা হোমিওপ্যাথিক মেডিক্যাল ফোরামের ডাকে বাঁধ ভাঙা জোয়ারের মত এসে সত্যানন্দ বিদ্যা নিকেতনের সভা কক্ষ কানায় কানায় ভরিয়ে দিয়েও

সভা কক্ষের বাইরে রাখা বেঞ্চে বসেও ভক্তি সহকারে অনুষ্ঠান উপভোগ করেছেন। সবশেষে বিগত বছর গুলির মত মিলেমিশে, সুখে-দুখে সকলে সবার পাশে থাকার আহ্বান জানান, সরকার অনুমোদিত উক্ত ফোরামের সভাপতি উত্তম বাবু।

উল্লেখ্য, অনুষ্ঠান সঞ্চালক বিশিষ্ট শিক্ষক ও হোমিও চিকিৎসক চন্দন হালদারের অনবদ্য সঞ্চালনা অনুষ্ঠানে নতুন মাত্রা যুক্ত হয়। সঞ্চালকের সুনিপুন পরিচালনায় এক পর্যায়ে অনুষ্ঠান হয়ে ওঠে প্রানবন্ত।








