উৎসব

বাণী বন্দনায় গোবরডাঙ্গা চিরন্তন

নীরেশ ভৌমিক : ১৪ ই ফেব্রুয়ারি ২০২৪ বসন্ত পঞ্চমী তিথিতে গোবরডাঙ্গা চিরন্তন অন্যান্য বারের ন্যায় পালন করল সরস্বতী পুজো সকাল ৮ টায় পূজাঅন্তে হোম যজ্ঞ সহ দধিকর্ম অনুষ্ঠিত হয় ।এবং সন্ধ্যে সাড়ে ছটায় ঋজু সাহার সরস্বতী বন্দনা নাচের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু এছাড়াও যারা যারা নৃত্যে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে রিয়া বিশ্বাস, রাজ মন্ডল এবং মধুরওমূরতী গানের সঙ্গে অদ্রীশ দাসের নৃত্য সকলের মন কেড়ে নেয়।

শুভ্র প্রকাশের কবিতা এবং গান সকলের ভালো লাগে, তারপরে অমিয়াংশু দত্তের শ্রী শ্রী মা সরস্বতীকে নিয়ে কয়েকটি গান এবং গজল গান ,রবি ঠাকুরের ভানুসিংহের পদাবলী থেকে গর্বিতা দাসের গান সকলের মনে আরো জায়গা করে নেয়।

লক্ষণ বিশ্বাসের যন্ত্রসংগীত অনবদ্য হয়েছে। এই পুজোর অনুষ্ঠানে ভূমিসজ্জা -য় সহযোগিতা করেছে ভগিনীদ্বয় অনু এবং রিয়া বিশ্বাস। চিরন্তনের এই অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে যাদের আলোকময় উপস্থিতি তারা হলেন সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী নিরেশ ভৌমিক এবং পাঁচুগোপাল হাজরা।সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আনন্দ ভোজন অনুষ্ঠানে দলের সদস্য সদস্যরা এবং দলের সঙ্গে ঘনিষ্ঠ শুভানুধ্যায়ীদের প্রসাদ ভোজন এবং মিষ্টান্ন সহযোগে হইহুল্লোড়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *