বাদল সরকারের জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হল বারাসাতে
নীরেশ ভৌমিক : শুরু হলো বাদল সরকার এর জন্মশতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান। স্থান বারাসাত সুভাষ ইন্সটিটিউট। উদ্বোধনী সঙ্গীত করলেন পথসেনা কাঁচরাপাড়া, এবং ছিলো “সম্প্রীতি মনন পত্রিকা”, “বইমেলা”সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতি ও “মীরা প্রকাশন” এর বুকস্টল।
“আয়োজক বাদল সরকার নাট্যচর্চা কেন্দ্র।” উদ্বোধনী-কথা বললেন দুলাল কর, এরপর • পথসেনা কাঁচরাপাড়া সমবেত গণসঙ্গীতের অনুষ্ঠান। • প্রথম নাটক “মোহনার কথা” অন্যকণ্ঠ, লক্ষ্মীকান্তপুর।
• এরপর নিউব্যারাকপুর পথের দাবী গণসাংস্কৃতিক সংস্থার সমবেত সঙ্গীত। তারপর উদ্যোক্তা • বাদল সরকার নাট্যচর্চা কেন্দ্র এর নাটক “রূপকথার কেলেঙ্কারি”।
সর্বশেষ অনুষ্ঠান ছিলো •স্বতন্ত্র উদ্যোগ নাট্য সংস্থার নাটক, “বর্ডার থ্রি’। সর্বপর্যায়ে দর্শক পরিপূর্ণ আজকের অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য,
আগামী একবছর যাবৎ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে নাট্য দল সমূহ বাদল সরকারের জন্ম শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করবে।