বানেশ্বর পুর বাজারের পাশে রাস্তায় বিপদ জনক গর্ত বন্ধের প্রতিবাদে পথ অবরোধ
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার জহিরুল ইসলামের রিপোর্ট : রনঘাট, বাগদা ব্লকের ৫ নং রনঘাট গ্রাম পঞ্চায়েতের বানেশ্বর পুর বাজারের তে-মাথায় ডহরপোতা ট্যাপ ওয়াটার কর্মীদের এক প্রকান্ড গর্ত করে রাখার কারনে লোকজন ও যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে।
দ্রুত গর্তটি বন্ধের কোন ব্যাবস্থা না হওয়ায় আজ সকালে বাণেশ্বরপুর বাজার কমিটির সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা মেন রোড অবরোধ করে প্রতিবাদ জানায়। প্রায় এক ঘন্টা যাবৎ অবরোধ চলায় রাস্তার দু’পাশে দাড়িয়ে যায় প্রচুর পথ চলতি গাড়ি ও বাস।
খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে বাগদা থানার পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি গর্ত বন্ধ না হয়, তাহলে পুলিশ প্রশাসন নিজ দায়িত্বে গর্ত বন্ধ করে দেবে এমন আশ্বাসে বাণেশ্বর পুর বাজার কমিটির সদস্যরাও সাধারণ মানুষেরা পথ অবরোধ তুলে নেয় বলে জানা গেছে।