রাজ্য

বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃনমুল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জিকে কালো পতাকা দেখানো প্রতিবাদে উত্তাল হল বাগদা ব্লক

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেস ও অঙ্গ সংগঠন গুলোর জেলা কমিটির নির্দেশক্রমে সমগ্র পশ্চিমবঙ্গের মত বাগদা ব্লকের বাগদা হেলেঞ্চা সহ বিভিন্ন জায়গায় ধিক্কার মিছিল, সমাবেশ ও হেলেঞ্চাতে টিএমসিপি উদ্যোগে হেলেঞ্চা বাজারের ত্রিকোণ পার্ক চত্বরে যোগী আদিত্য নাথের কুশ পুতুল দাহ করা হল বলে জানা গেছে।

 উত্তর প্রদেশের বারানসীতে বাংলার মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃনমুল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জিকে কালো পতাকা দেখানো প্রতিবাদে উত্তাল হল বাগদা ব্লক।

হেলেঞ্চা বিআরআম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের টিএমসিপির সভাপতি স্মরজিৎ ঢালীর নেতৃত্বে কলেজের টিএমসিপির সদস্যরা ধিক্কার মিছিল শেষে হেলেঞ্চা ত্রিকোণ পার্ক চত্বরে কুশ পুতুল পোড়ালো যোগী আদিত্য নাথের।

ছাত্র নেতা স্মরজিৎ ঢালী বলেন, মমতা ব্যানার্জি তাদের মায়ের মত তাই কোথাও কোন কারণে মায়ের অসন্মান হলে সন্তান হিসাবে তারা বারবার এভাবেই গর্জে উঠবে। একই ইসুতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগদা ও হেলেঞ্চা বাজারে ধিক্কার মিছিল ও সমাবেশ অব্যাহত রয়ছে বলে জানা গেছে।

একই ইসুতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাগদা ও হেলেঞ্চা বাজারে ধিক্কার মিছিল ও সমাবেশ অব্যাহত রয়ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *