বারাসাতের আমিনপুরে ইফকোর ফিল্ড-ডে উদযাপন
নীরেশ ভৌমিক : ১০ জানুয়ারি বারাসাত-২ ব্লকের আমিনপুরে দেশের অন্যতম সার প্রস্তুতকারী সংস্থা ইফকোর সভায় ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কোম্পানী ইফকোর উদ্যোগে এক কৃষক দিবস থেকে পালিত হয়।
এলেকার শতাধিক কৃষিজীবী মানুষ এই ফিল্ড-ডেতে উপস্থিত ছিলেন। ইন্ডিয়ান ফার্মাস ফার্টিলাইজার কোম্পানীর (IFFCO) জেলার ফিল্ড ম্যানেজার রীতেশ ঝা ‘এদিন স্থানীয় সকল কৃষিজীবীদের সঙ্গে আমিনপুর গ্রামের বিভিন্ন কৃষিজমিতে যান।
বিভিন্ন কৃষি ক্ষেত্রে সরাসরি যেয়ে ক্যাপসিকাম চাষ পর্যবেক্ষন করেন। কৃষি বিশেষজ্ঞ মিঃ ঝা ইফকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ডিএপি তরলসার ব্যবস্থারের পদ্ধতি হাতে-কলমে তাদেরকে অবগত করান।
ওই সময়ে উপস্থিত এলেকার কৃষকগন ইফকোর ন্যানো ডিএপি ও সাগরিকা সার ব্যবহার করে ভালো ফল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।