জেলার খবর

বারাসাতে ঠাকুরনগর থিয়েট্রিক্সের মাইম ও নাটকের কর্মশালা-২০২৩

সমর বিশ্বাসঃ ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ নাটক একাডেমীর অর্থানুকূল্যে মাইমও নাটক শিক্ষার এক কর্মশালার আয়োজন করে জেলার অন্যতম সাংস্কৃতিক সংস্থা ঠাকুরনগর থিয়েট্রিক্স।

গত ৩ জুলাই জেলা সদর বারাসতের বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশনে প্রদীপ প্রজ্জ্বলন করে সপ্তাহ দুই ব্যাপী আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন বনমালীপুর প্রিয়নাথ হাই স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস পোদ্দার ও অবসর প্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক।

ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুবীর রায়, প্রসূন ব্যানার্জী ও শিক্ষক তন্ময় সরকার প্রমুখ। আয়োজক সংস্থা ঠাকুরনগর থিয়েট্রিক্সের কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা জগদীশ ঘরামী সকলকে স্বাগত জানান। সংস্থার সহ-সম্পাদিকা দিপালী বর সকলকে উত্তরীয় ও বৃক্ষচারা প্রদানে বরণ করে নেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে লেখাপড়ার পাশাপাশি খেলা-ধূলো এবং সংস্কৃতি চর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। সমবেত পড়ুয়াগণকে মনযোগ সহকারে নাটক ও মাইম- মূকাভিনয় শিক্ষার প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান প্রধান শিক্ষক দেবাশিস বাবু।

এই প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত এই প্রশিক্ষণ উপস্থিত সকল প্রশিক্ষণার্থীগণের জীবনের চলার পথের পাথেয় স্বরূপ হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রবীন শিক্ষক ও সাংবাদিক নীরেশ ভৌমিক।

কর্মশালা ও নাটকের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব সুবীর রায় ও প্রসূন ব্যানার্জী। উদ্বোধন অনুষ্ঠান শেষে বিশিষ্ট মূকাভিনেতা জগদীশ ঘরামীর মূকাভিনয় উপস্থিত সকলের প্রশংসা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *