বারাসাতে ঠাকুরনগর থিয়েট্রিক্সের নাটক ও মূকাভিনয় কর্মশালা
নীরেশ ভৌমিক : জেলা সদর বারাসাতের বনমালীপুর প্রিয়নাথ ইনস্টিটিউশনে ঠাকুরনগর থিয়েট্রিক্সের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে নাটক ও মূকাভিনয় কর্মশালা।
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থনুকূল্যে আয়োজিত কর্মশালা বিদ্যালয়ের ৩০ জন পড়ুয়া অংশ নেয়। থিয়েটিক্স এর পরিচালক বিশিষ্ট মূকাভিনেতা জগদীশ ঘরামী জানান,
গত ২৪ জুন থেকে শুরু হওয়া ৬ দিনের এই কর্মশালায় শিক্ষার্থীরা নাটক ছাড়াও মাইম মূকাভিনয় এর উপর প্রশিক্ষণ গ্রহণ করছে। প্রশিক্ষন দিচ্ছেন সংস্থার কর্ণধার জগদীশ ঘরামী, শিক্ষক তন্ময় সরকার ও বিশিষ্ট মূকাভিনয় শিল্পী ধীমান সমাদ্দার।
কর্মশালায় উপস্থিত প্রশিক্ষনার্থী’গণের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়। পরিচালক জগদীশবাবু জানান, কর্মশালা অন্তে সকল প্রশিক্ষণার্থীকে শংসাপত্র প্রদান করা হবে।