বারাসাত হোলসেল কনজিউমারস্ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তৃনমূল কংগ্রেসের ১১জন প্রতিনিধি

নীরেশ ভৌমিক :– বারাসাত হোলসেল কনজিউমারস্ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তৃনমূল কংগ্রেসের ১১জন প্রতিনিধি। বারাসাত সদরের জেলা পরিষদের ও রেলষ্টেশনের মাঝখানে অবস্থিত এই সমবায় সমিতি।

জেলার বিভিন্ন সরকারী অফিসে বিভিন্ন দ্রব্য সরবরাহ বারাসত ব্লকের রেশনের দোকান গুলোতে রেশনের দ্রব্য সরবরাহ দুটি সমবায়িকার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ করে থাকে এই সমবায়। নব-নির্বাচিত অন্যতম ডিরেক্টর মিলন সাহা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নিজেদেরকে নিয়োজিত রাখব। সততা স্বচ্ছতা ও দক্ষতার সাথে সমবায় পরিচালিত করব। গত ২৬শেজুন জেলা পরিষদের তিতুমীর অডিটোরিয়ামে এই নির্বাচনই সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভ্য সদস্য সংখ্যা জেলার বিভিন্ন ব্লকের মোট ১৬১টি সমবায় সমিতি। নির্বাচিত ডিরেক্টর গন সহকারী নির্বাচন আধিকারিক দের কাছ থেকে বিজয়ী শংসাপত্র গ্রহণের পর জেলা পরিষদের সভাধিপতি নারায়ন গোস্বামী মহাশয়ের নিকট দেখা করে তার সু-পরামর্শ গ্রহণ এর আবেদন জানান দলনেতা কাঞ্চন ঘোষের নেতৃত্বে। নারায়ন বাবু আগামীতে সহযোগিতার আশ্বাস দেন।








