বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গাইঘাটার পূর্ব বারাসাত প্রাথমিক স্কুলে
নীরেশ ভৌমিক : অন্যান্য বছরের মত এবারও গাইঘাটা পূর্ব চক্রের পূর্ব বারাসাত প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
৮ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে তিন দিন ব্যাপী আয়োজিত বার্ষিক উৎসবে সূচনা হয়।১০ জানুয়ারি নাটকের শহর গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী নাট্য দল রূপান্তর মঞ্চস্থ করে তাদের মঞ্চ সফল দেশাত্মবোধক নাটক ‘সৌদামিনী’।
পরদিন মছলন্দপুরের ইমন মাইম সেন্টার এর নির্দেশনায় পরিবেশিত হয় মজার এবং শিক্ষা ও সচেতনতামূলক মূকাভিনয় এর অনুষ্ঠান। সংস্থার কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা ধীরাজ হাওলাদারের নির্দেশনায় পরিবেশিত মাইম এর অনুষ্ঠান সমবেত দর্শক সাধারনের প্রশংসা লাভ করে।
ক্রীড়া দিবসে বিদ্যালয়ের পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ‘যেমন খুশি সাজো’ প্রতিযোগিতা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।শুক্রবার বিদ্যালয়ে আয়োজিত অংকন, আবৃত্তি, কুইজ ও হস্তাক্ষর প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে।
এদিন কথা বলা পুতুল, সর্প বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ও ভারতীয় বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।১১ জানুয়ারি উৎসবের শেষ দিনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান সমবেত শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে।
এদিন নবীনবরণ ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে পরিবেশিত ম্যাজিক শো ছোট বড় সকলের মন জয় করে নেয়।
সন্ধ্যায় কন্যা শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা শেষে বিদ্যালয়ের পড়ুয়াগণ পরিবেশিত নৃত্যানুষ্ঠান উপস্থিত দর্শক সাধারনের মনোরঞ্জন করে। বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকার আন্তরিক প্রয়াস এবং শিক্ষার্থীদের
স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সহ অভিভাবক ও এলাকার শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষানুরাগী মানুষজনের সহযোগিতা ও অংশগ্রহণে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান ২০২৫ এলাকায় বেশ সাড়া ফেলে।