জেলার খবর

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিবেদিতা শিশুতীর্থের

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, গোবরডাঙ্গার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নিবেদিতা শিশুতীর্থ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মহা সমারোহে অনুষ্ঠিত হল গত ২৪ ডিসেম্বর। এদিন সকালে স্থানীয় আনন্দ সম্মিলন ময়দানে জাতীয় ও শিক্ষালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরডাঙ্গার পৌরপতি শংকর দত্ত, খাঁটুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিষ মুখোপাধ্যায়, অধ্যাপক বিজনকান্তি নন্দী, প্রধান শিক্ষক অশোক পাল, জ্যোতিপ্রকাশ কবিরাজ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়, সমাজকর্মী কালীপদ সরকার, সমীর কিশোর নন্দী, মনোরঞ্জন ঘোষ, নাট্য ব্যক্তিত্ব মলয় বিশ্বাস, বর্ষিয়ান ক্রীড়াবিদ জীবন কুন্ডু, সঞ্জয় মাঝি, জয়দীপ ও গোবরডাঙ্গা থানার ওসি অসীম পাল এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর’গণ সহ বহু বিশিষ্টজন। নিবেদিতা শিশুতীর্থের প্রাণপুরুষ বিশিষ্ট শিক্ষানুরাগি শান্তনু দে উপস্থিত সকলকে স্বাগত জানান।

বিদ্যালয়ের শিক্ষিকা’গণ উপস্থিত সকলকে পুষ্পস্তবক ও স্মারক উপহারে বরণ করে নেন। পৌরপ্রধান শঙ্কর দত্ত তাঁর ভাষণে বলেন, এই বিদ্যালয় শুধু গোবরডাঙ্গাকে গর্বিত করেনি, সারা বাংলাকে গর্বিত করেছে। অদূর ভবিষ্যতে গোবরডাঙ্গায় শিক্ষা হাব বা বৃহত্তর শিক্ষা কেন্দ্র গড়ে উঠবে বলে শ্রী দত্ত আশা ব্যক্ত করেন। অন্যান্য বক্তাগণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই বিপুল ও সুশৃংখল আয়োজনের ভূয়ষী প্রশংসা করে বক্তব্য রাখেন। বিশাল ক্রীড়া প্রাঙ্গণে জাতীয় পতাকা, দেশবরেণ্য মনীষীদের ও প্রখ্যাত ক্রীড়াবিদদের সুসজ্জিত প্রতিকৃতি সকলের নজর কাড়ে। কয়েকশো প্রতিযোগী পড়ুয়াদের ব্রতচারী, ড্রিল ও কুচকাওয়াজের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। খেলা পরিচালনায় ছিলেন বানীপুর শরীর শিক্ষা কলেজের অধ্যাপক ও শিক্ষার্থী’গণ। মাঠভর্তি অভিভাবক ও দর্শক সাধারন এদিনের ক্রীড়া প্রতিযোগিতা বেশ উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *