খেলার খবর।

এ.টি.এস একাডেমির গার্লস কাবাডী টুর্ণামেন্ট মাতালো হেলেঞ্চা

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক :  গার্লস কবাডী টুর্ণামেন্টে মাতলো হেলেঞ্চা। আজ হেলেঞ্চা ড. বি.আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্লে-গ্রাইন্ডে বাগদার অন্যতম ক্রীড়া ব্যাক্তিত্ব বিশিষ্ট তাইকন্ডো প্রশিক্ষক জহিরুল ইসলাম (ব্লাক বেল্ট) এর উদ্যোগে হেলেঞ্চা এটিএস একাডেমির পরিচালনায় অনুষ্ঠিত হল আট দলীয় নক-আউট কাবাডী টুর্ণামেন্ট।

এই টুর্ণামেন্টে ব্লকের বিভিন্ন স্কুল থেকে ৫টি দল, তাইকন্ডো প্রশিক্ষক জহিরুল ইসলামের এ.টি.এস একাডেমির ১টি দল ও হেলেঞ্চা ড. বি.আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের ১টা দল মিলে মোট ৭টি দল অংশ নেয়।

বিশেষ কারন বশত ১টি দল অংশ নিতে ব্যর্থ হলেও ৮টি দলের মধ্যে উপস্থিত মোট ৭টি দলের অংশ গ্রহনেই টুর্ণামেন্টে শুভারম্ভ হয়।

অংশ গ্রহনকারী দল গুলির মধ্যে ছিল হেলেঞ্চা গার্লস স্কুল, হেলেঞ্চা হাই স্কুল, মালিদা হাই স্কুল, বাকসা হাই স্কুল, হেলেঞ্চা ড. বি.আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়, রনঘাট অঞ্চল হাই স্কুল ও এটিএস একাডেমির ১টি দল।

বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের অধীন চুয়াটিয়া বিএসএফ ক্যাম্পের এ.সি মিস্ আমনদীপ কৌর এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানটিতে বিশিষ্ঠ ব্যাক্তিবর্গের মধ্যে ঊপস্থিত ছিলেন, অঞ্চল প্রধান

চাইনা বিশ্বাস, প্রফেসার আজিজ মন্ডল, অঘোর হালদার, সাংবাদিক উত্তম কুমার সাহা, প্রফেসার সুকান্ত কীর্ত্তনীয়া প্রমূখ। তাঁদের প্রত্যেকে ব্যাচ, উত্তরীয় এবং স্মারক উপহারে বরণ করে নেয় একাডেমির সদস্যরা।

গার্লস কবাডী টুর্ণামেন্ট বিজয়ী হয় রনঘাট অঞ্চল হাই স্কুল, রানার্স আপ হয় ড. বিআর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়র পক্ষে এটিএস একাডেমির গার্লস কবাডী টিম।

টুর্ণামেন্টে বেষ্ট প্লেয়ার নির্বাচিত হয় রনঘাট অঞ্চল হাই স্কুলের জয়ন্তী ঢালী এবং দ্বিতীয় হয় ড. বিআর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় তথা এটিএস একাডেমির রিয়া দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *