৩ লক্ষ টাকা মুল্যের পোনা উৎপাদন যোগ্য মাছের ডিম আটক করলো বাগদা বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়ন
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আবারও বাগদা ব্লকের জিৎপুর ও রণঘাট বিএসএফ ক্যাম্পের জওয়ানরা বাংলাদেশে পাচার হওয়ার আগে ৩ লক্ষ টাকা মুল্যের মাছের পোনা উৎপাদন যোগ্য মাছের ডিম আটক করলো বাগদা ব্লকের সীমান্ত এলাকায় কর্মরত বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়ন।
বিএসএফ সুত্রে জানা গেছে, এই মাল উদ্ধার করতে দুই ক্যাম্পের, জওয়ানরা এক রাউন্ড করে গুলিও চালায়। সেকারনে সঙ্গবদ্ধ চোরাচালানীরা এ সকল মাল ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়।