বিএসএফের ঘরে ঘরে তেরঙ্গা উত্তোলন কর্মসূচী উদযাপন বাগদায়
পারফেক্ট টাইম নিউজ টাইম রিপোর্টার দিপ্যমান সাহার সাথে ক্যামেরায় গৌরব কর্মকার : ঘরে ঘরে তেরঙ্গা উত্তোলন কর্মসূচী পালন করলো বিএসএফ।
আমাদের পারফেক্ট টাইম নিউজ পোর্টালের ক্যামেরায় ঘটনা ধরা পড়লো বিএসএফের ১০৭ ব্যাটলিয়ন ও ৬৮ ব্যাটলিয়নের অধীন বাগদা ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন বয়রা ও চুয়াটিয়ায়।
এই তেরঙ্গা উত্তোলন কর্মসূচী উদযাপনে উৎসবের আমেজে ঝাঁকে ঝাঁকে সীমান্তবাসীরা এসে বিএসএফ জওয়ানদের সাথে অংশগ্রহন করে বলে জানা যায়। পরে বিএসএফের জওয়ানরা দীর্ঘ সীমান্ত পথে শ্রদ্ধার সাথে তেরঙ্গা তথা জাতীয় পতাকা বহন করে বিশাল সাইকেল র্যালীও করে।