বিএসএফের মোটিভেশন সেমিনার মশ্যমপুর প্রাথমিক বিদ্যালয়ে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার গৌরব কর্মকারের সাথে ক্যামেরায় উৎস সাহা : বাগদা, মশ্যমপুর বিএসএফ ক্যাম্প ও মশ্যমপুর প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে গত ২রা সেপ্টেম্বর আয়োজিত হল এক মোটিভেশন সেমিনার।
একটা শিশুকে একজন প্রকৃত মানুষ ও সৎ নাগরিক হিসাবে গঠন করাই ছিল এই মোটিভেশন সেমিনারের মুল উদ্দেশ্য।