বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের প্রজাতন্ত্র দিবস পালন বাগদায়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : ভারতবর্ষের সংবিধান এবং প্রজাতান্ত্রিক ঐতিহ্যের প্রতি সন্মান জানাতে বাগদাতে বিএসএফের প্রজাতন্ত্র দিবস পালনের খবর পাওয়া গেছে। আজ সকালে বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের কমান্ডেন্ট এ, রাজেন্দ্রন।
পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী বিএসএফের হেড কোয়ার্টার সীমানগর থেকে সরাসরি বাগদা হাই স্কুলে এসে, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পূষ্পার্ঘ প্রদান, বিহগলের সুরে এন সি সি ও বিএসএফের কুচকোআওয়াজ, প্রজাতান্ত্র দিবস সম্পর্কিত আলোচনা শেষে
ঐতিহ্যবাহী জয় নগরের মোয়া বিতরনের মধ্য দিয়ে বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের এ দিনের বাগদা হাই স্কুলের ‘ সিভিক অ্যাকশন প্লানের’ অন্যতম জাতীয় কর্মসূচির সমাপ্তি ঘটায়।
বিএসএফের ফৌজি আদলে বাগদা হাই স্কুলে অনুষ্ঠিত এই ৭৪ তম স্মরনীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশিষ্ঠ ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,
বিএসএফের কমান্ডেন্ট এ, রাজেন্দ্রন, ডিসি সহ বাগদা সীমান্তে কর্মরত বিএসএফের অসংখ্য অফিসারবৃন্দ, এনসিসির কর্মকর্তা, বাগদা হাই স্কুলের সহঃপ্রধান শিক্ষক অভিজিত মন্ডল, শিক্ষক দেবশিষ মন্ডল, মনোরঞ্জন রায়, উত্তম সাহা, প্রধান অঞ্জলী রায়, আনারুল দফাদার প্রমূখ।