রাজ্য

বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় আজ গ্রামবাসীগন ও মাথাভাঙ্গা স্কুলে এদিন প্রদান করলেন ১,৪৮,৯২৯/= টাকার বিভিন্ন সামগ্রী

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে উৎস সাহা ও গৌরব কর্মকারের রিপোর্ট :  বিএসএফের ৬৮ ব্যাটলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রামের আওতায় আজ ২২শে ফেফ্রুয়ারী ২০২৩ চোয়াটিয়া বিওপির আওতাধীন মাথাভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ছটএই সিভিক অ্যাকশন

প্রোগ্রামে উপস্থিত ছিলেন, ৬৮ ব্যাটলিয়নের ডিসি টি.ভি.কে রোশন, কোঃ কমান্ডার ইনেস্পেক্টর অমিত কুমার, জি-ব্রান্সের অফিসার, পঞ্চায়েত প্রধান গণেশ রায়, চুয়াটিয়ার পঞ্চায়েত সদস্য জিতু সরকার,

মাথাভাঙ্গার পঞ্চায়েত সদস্য মহীতোষ বালা, মাগুরকোনার পঞ্চায়েত সদস্যা সম্পা বালা, মাথাভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস, স্কুল ষ্টাফগন, বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও আশেপাশের গ্রামবাসী মিলে মোট ৩৬০ জন।

বিএসএফের অফিসারগন এদিন ১,৪৮,৯২৯/= টাকা মুল্যের বিভিন্ন সামগ্রী যেমন- স্কুল ব্যাগ, নোট বুক, পেন্সিল, প্লাস্টিক স্কেল, জ্যামিতি বক্স, বলপেন, প্রতিবন্ধীদের ট্রাই সাইকেল, খেলার সামগ্রী

যেমন- ভলিবল, নেট, ফুট বল, ক্যেরাম বোর্ড, ক্রিকেট ব্যাট, বল, খেলার ড্রেস, স্প্রে মেশিন ইত্যাদি ক্লাব, স্কুলের শিশু এবং দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *