রাজ্য

এখনো চালু রয়েছে বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম (২০২২-২৩)

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের সিভিক অ্যাকশন প্রোগ্রাম (২০২২-২৩)-এর আওতায় আবারও এল বাগদা ব্লকের মামাভাগিনা বাপুজী বিদ্যাপিঠ(উঃমাঃ)। এই প্রোগ্রামে বিএসএফের উচ্চপদস্থ অফিসারদের সাথে উপস্থিত ছিলেন,

বাগদা জিপির প্রধান অঞ্জলি রায়, উপঃপ্রধান গোপাল চক্রবর্তী, সমাজ সেবক জাকির হোসেন মন্ডল, জুলফিকার বিশ্বাস, আনারুল দফাদার, চন্দ্রশেখর খাঁ প্রমূখ সহ উক্ত স্কুলের প্রধান শিক্ষক ১৩ জন শিক্ষক কর্মচারী, স্কুলের ছাত্র ছাত্রী এবং আশেপাশের গ্রামবাসী সহ মোট ৪২০ জন।

এদিন বিএসএফের পক্ষ থেকে স্কুলের ছাত্র ছাত্রীদের দেওয়া হয়- স্কুল ব্যাগ, নোট বই (ছোট, মাঝারি এবং বড় আকারের), ক্লিপ বোর্ড, পেন্সিল, জ্যামিতি বক্স, বেঞ্চ, টেবিল ডুরি, ড্রয়িং বক্স, স্কেচ পেন, কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, খেলার সামগ্রী – যেমন, ভলিবল ও নেট, ফুট বল, ক্যারাম বোর্ড, ক্রিকেট ব্যাট ও বল, ক্রিকেট স্টাম্প, খেলার ড্রেস ইত্যাদি।

সীভান্তবর্তী গ্রামের কৃষকদেরকে দেওয়া হয়- কৃষি বিষয়ক জিনিসপত্র যেমন- লোহার দা, বৈদ্যুতিক স্প্রে মেশিন ইত্যাদি। ক্লাব, স্কুলের শিশু এবং দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয়, এলইডি বাল্ব, হাঁটার লাঠি, ট্রাইসাইকেল, প্লাস্টিকের চেয়ার, প্লাস্টিকের টেবিল, ছাতা, ফগিং মেশিন, মশারি ইত্যাদি সহ সর্ব্ব মোট ১,৬০,৮৫৩/= টাকার বিভিন্ন সামগ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *