বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের সিভিক অ্যাকশন প্লানের আওতায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী ও গরীব গ্রামবাসীদের মাঝে ছাতা, মশারি ও বৈদ্যুতিক বাল্প প্রদান
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : আজ বিএসএফের ৬৮ নং ব্যাটলিয়নের পক্ষ থেকে মশ্যমপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম ২০২৩-২৪ এর আওতায় স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং সীমান্তের গরীব ও আদিবাসীদের মধ্যে নিত্য ব্যাবহার্য্য সামগ্রী প্রদান অনুষ্ঠান।
এদিন একযোগে মশ্যমপুর স্কুল, চাঁনপাড়া স্কুল ও হরিহরপুর মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে, খাতা, কলম, ক্লিপ বোর্ড, পেন্সিল, জ্যামিতি বক্স, ইরেজার, শার্পনার ইত্যাদি এবং সীমান্তের গরীব ও আদিবাসীদের মধ্যে এলইডি বাল্ব, ছাতা ও মশারী প্রদান করেন বিএসএফের
এসি নরেন্দ্র চৌহান. মিস্ নীতি ইয়াদব, ইনেঃ রাজেন্দ্র প্রসাদ, প্রকাশ বিজয়ী, হরি শঙ্কর তিওয়ারি সহ মোট-২৩ জন বিএসএফ জওয়ান। অনুষ্ঠানটিতে বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জন প্রতিনিধি গন ও গন্যমান্য ব্যাক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন,
মশ্যামপুর এফ.পি. স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার রায়, চাঁনপাড়া মধুপুরের প্রধান শিক্ষিকা সুলতা খাঁ, হরিহরপুরের প্রধান শিক্ষক আলিম বিশ্বাস, আমিন দফাদার, মশ্যামপুর পঞ্চায়েত সদস্যার স্বামী অরুণ
সাঁতরা, বিধান মন্ডল, চাঁনপাড়া মধুপুর গ্রামের গণেশ দাস, হরিহরপুরের নিতাই বক্সী, সদস্য আব্দুল গাফ্ফার মন্ডল, তাপস দেবনাথ প্রমূখ সহ অসংখ্য গ্রামবাসীগন।