বিএসএফের 68 ব্যাটলিয়ন ও ড. বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রমিক, লিঙ্গ বৈষম্য, লিঙ্গ ব্যবধান, লিঙ্গ অপরাধ লঙ্ঘন, জাতিগত বৈষম্যের উপর গঠন মুলক এবং সময়পোযোগী সেমিনার
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বিএসএফের 68 ব্যাটলিয়ন ও ড. বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে গত ২৫শে মার্চ বাল্যবিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রমিক, লিঙ্গ বৈষম্য, লিঙ্গ ব্যবধান, লিঙ্গ অপরাধ লঙ্ঘন, জাতিগত বৈষম্যের উপর গঠন মুলক এবং সময়পোযোগী সেমিনার হল বাগদার সাগরপুর প্রাইমারি স্কুলে।
ইনেন্সপেক্টর বিনোদ কুমারের সমন্বয়ে ‘ন্যাশনাল সার্ভিস স্কিম’ (NSS) স্বেচ্ছাসেবকদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সামাজিক ভাবে অত্যন্ত গুরুত্বপুর্ণ চলমান এই সেমিনারে উপস্থিত ছিলেন, সাগরপুর গ্রামের পঞ্চায়েত সদস্য জয়দেব ঘটক, এনএসএস অফিসার ড. পূর্ণিমা মুখার্জি,
ড. বি আর আম্বেদাকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সহকারী প্রফেসর সহ স্কুলের কর্মচারী, ছাত্ররা, স্বেচ্ছাসেবক, গ্রামবাসী মিলে মোট ৬০ জন ব্যাক্তি। বিএসএফের 68 ব্যাটলিয়নের ইনেন্সপেক্টর বিনোদ কুমার মানব পাচার, বাল্যবিবাহের মতো সামাজিক কলঙ্ক, শিশু নির্যাতনের কলঙ্ক,
বাল্যবিবাহের কলঙ্ক, শিশু শ্রমিক এবং সমাজে লিঙ্গ বৈষম্য, লিঙ্গ ব্যবধান, লিঙ্গ অপরাধ লঙ্ঘন, জাতিগত বৈষম্যের বিষয়ে আনুষ্ঠানে উপস্থিত ব্যাক্তিবর্গের অবহিত করেন। সেই সাথে সীমান্ত জনসংখ্যার নিরাপত্তার জন্য AHTU টিমের লক্ষ্য সম্পর্কেও সচেতন করেন।