বিএসএফ কান্ডে বাগদার বিধায়কের আকস্মিক সীমান্ত পরিদর্শন, সিদ্ধান্ত রাত পোহালেই হবে তৃনমুলের ধিক্কার মিছিল
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : রক্ষকই যখন ভক্ষক হয়ে উঠে তখনই হয় জন জাগরন। সীমান্তরক্ষী বিএসএফ এরা সীমান্তবাসীর জন্য বড় ভরসার, বিশ্বাসের জায়গা কিন্তু ৬৮ ব্যাটলিয়নের দু’জন অমানবিক বিএসএফ যেন নস্যাৎ করে দিল সীমান্তের সকল বিএসএফের এতদিনের সকল ভাল কর্মকান্ড গুলোকে। যদিও তাদের অনৈতিক কৃতকর্মের জন্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তারা, আদালতের নির্দেশে ৭ দিনের পুলিশ হেফাজতেও রয়েছে তারা।
চাকরী থেকেও নাকি সাময়িক বরখাস্ত হয়েছে তারা। তার পরেও যেন তাসের ঘরের মত ভেঙে পড়লো সীমান্তের সকল বিএসএফের এতদিনের কষ্টার্জিত সুনাম। এলাকায় বিরাজ করছে এক চাপা আতংক। আজ সীমান্তবাসীর এই আতংক নিরসনে উদ্যোগ নিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস।
গেলেন সীমান্ত এলাকায় নিজের কানে শুনলেন আতংকিত সীমান্তবাসীর কথা। ঘটনাটি নিয়ে আলোচনাও করলেন দলীয় উর্ধতন নেতৃত্বের সাথে। তারপর দলীয় সিদ্ধান্ত হলো একাধিক রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে আগামীকালই সীমান্তে হবে সভা সমাবেশ, ধিক্কার মিছিল।