বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান বাগদায়
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার উৎস সাহা : বাগদা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃনমুল কংগ্রেসে যোগদানের হিড়িক পড়েছে বাগদা ব্লকে।
গত ১৬ই ডিসেম্বরেও বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য পরিতোষকুমার সাহার নেতৃত্বে ও আঞ্চলিক নেতা-কর্মীদের সহযোগিতায়, আষাঢ়ু অঞ্চলের হামকুড়া গ্রামের ২১৩ নং বুথের ৩২টি পরিবারের প্রায় ১৬০জন ভোটার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানা গেছেে।