প্রধানমন্ত্রী আবাস যোজনার একের টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে এমন অভিযোগের ভিত্তিতে তদন্তের নিমিত্তে শুনানীর নোটিশ বিডিও সাহেবের
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতে উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা প্রাপ্তিতে নয়-ছয়ের অভিযোগে সরব হল বিজেপি নেতৃত্ব।
এ সকল ব্যাক্তিবর্গের অভিযোগ ঘরের লিষ্টে তাদের নাম থাকার সত্ত্বেও ঘরের টাকা ঢুকছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে।
এ মর্মে একাধিক অভিযোগ জমা পড়েছিল বিডিওতে আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের নিমিত্তে শুনানীর নোটিশ পেয়েছিল উপভোক্তারা।
আজ বিডিও অফিসে এসে দেখা গেল বাগদার ব্লকের বিজেপি নেতৃত্ব উপভোক্তাদের সহযোগীতা সহ প্রতিবাদে সরব হচ্ছে তারা।