বিডিও সাহেবকে বিজেপির ডেপুটেশন বাগদায়

পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বাগদা সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে এক ডেপুটেশন প্রদান করে বাগদা ব্লকের বিজেপির নেতা কর্মীরা।

বিজেপি নেতৃত্বের প্রথম দাবী ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত, দ্বিতীয় দাবী ছিল একশো দিনের কাজ সংক্রান্ত, তৃতীয় দাবী ছিল হর্টিকালচার বিষয়ক।

এদিন দুপুরে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য অমৃত লাল বিশ্বাসের নেতৃত্বে অনুষ্ঠিত ডেপুটেশনে অন্যান্য নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন,

বাগদা ১নং মন্ডলের যুব মোর্চার সভাপতি অভিজিৎ সরকার, বাগদা ২নং মন্ডলের প্রাক্তন সভাপতি ভগীরথ ঘোষ, বাগদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য বিপ্লব বিশ্বাস, মিলন বিশ্বাস প্রমুখ।








